জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টরের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান।
আজ দুপুর দুইটার সময় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক প্রধানের আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কৃষিবিদ হুমায়ুন কবির কে রেজিস্ট্রার দপ্তর থেকে শারীরিক শিক্ষা বিভাগে বদলি করা হয় এবং সেই সাথে
অধ্যাপক মিজানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে ঘোষণা দেওয়া হয়।
আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. ইমদাদুল হুদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ১১(১০) ধারা মোতাবেক কৃষিবিদ অধ্যাপক ড. হুমায়ুন কবীর কে রেজিস্টার দপ্তর থেকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক পদে বদলি এবং সেই সাথে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান কে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য যে গত গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর রেজিস্ট্রার হুমায়ুন কবির এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং বেশকিছু দুর্নিতীর অভিযোগ এনে উপাচার্য ড. সৌমিত্র শেখর এবং রেজিস্ট্রার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর তীব্র প্রতিবাদ এবং জনরোষের মুখে উপাচার্য সৌমিত্র শেখর পদত্যাগ করলেও পদত্যাগ করননি রেজিস্ট্রার হুমায়ুন কবির। তার ধারাবাহিকতায় আজ আর্থিক ও প্রসাশনিক প্রধান এর দায়িত্ব পাওয়ার পর রেজিস্ট্রার হুমায়ুন কবির কে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএস/
মন্তব্য করুন