এডুকেশন টাইমস
২৪ মার্চ ২০২৪, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতারক চক্রের শিকার নোবিপ্রবির বৃত্তিপ্রাপ্ত অনেক শিক্ষার্থী, অভিযোগের তীর প্রশাসনের দিকে

আবদুল আহাদ, নোবিপ্রবি প্রতিনিধি: স্কলারশিপ নিয়ে ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অন্তত ৩০ জন শিক্ষার্থী। বিভিন্ন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিলেও নোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী এই প্রতারণার শিকার হয়েছেন। টাকা হারিয়েছেন একই বিভাগের ৩ শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিমত বিশ্ববিদ্যালয় কর্মকর্তা এতে জড়িত থাকতে পারে।

সাধারণত উচ্চমাধ্যমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বোর্ড থেকে দুই ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। মেধাবৃত্তি প্রাপ্তরা চার বছরে ৪৬,৫০০ ও সাধারণ বৃত্তি প্রাপ্তরা ২১,০০০ টাকা পেয়ে থাকে বোর্ড থেকে।

সম্প্রতি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা পরিচয়ে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে অভিভাবকদের ব্যাংক একাউন্ট থেকে অর্থ লুট করে নিয়েছে প্রতারক চক্র। প্রতারক কর্তৃক উপস্থাপিত শিক্ষার্থীদের এসব তথ্য শধুমাত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাবোর্ডেই থাকে বলে জানিয়েছেন ভুক্তোভোগী শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাককে প্রতারণার ফাঁদে ফেলে ব্যাংক একাউন্ট থেকে ৬০ হাজার টাকা লুট করে নিয়েছে প্রতারক চক্র। অথচ ঠিকভাবে মেধাবৃত্তি প্রাপ্তদের চার বছরে সবমিলে ৪৬ হাজার ৮০০ টাকা দেয় সরকার, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পান মোট ২১ হাজার টাকা।

একই বিশ্ববিদ্যালয়ের অন্য কিছু শিক্ষার্থীর অভিভাবকের একাউন্ট থেকেও অর্থ লুট করে নিয়েছে প্রতারকরা। অনেক শিক্ষার্থীদের ফোন দিয়ে টাকা নিতে না পেরে গালিগালাজ ও করেছে প্রতারকরা। এক শিক্ষার্থী প্রতারকের কাছে টাকা ফেরত চাইলে প্রাপ্ত ফোন রেকর্ডে প্রতারককে বলতে শুনা যায়, ‘অনেকের লাখ লাখ টাকা চলে গেছে, আপনার ৫ হাজার টাকা কোনো টাকা হইলো মিয়া?’

শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পলি মজুমদার, ২০২১-২২ শিক্ষাবর্ষের বেনজির জাহান জেমিমা ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাহাতুল ইসলাম রাফির অভিভাবকের কাছ থেকে যথাক্রমে ৬০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। ডিজিটাল এই প্রতারক চক্রের কাছে ১০ হাজার টাকা করে হারিয়েছেন বায়োটেকনলোজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নিশাত মরিয়ম ও ফুড টেকনলোজি এন্ড নিউট্রিশন সাইন্স বিভাগ ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ইমরান হিমেল।

আইন বিভাগের শিক্ষার্থী বেনজির জাহান জেমিমার অভিযোগ অনুযায়ী, উল্লেখিত ০১৩২৩৯১১১৫৭ নাম্বার থেকে কল দিয়ে নিজেদের বোর্ড সদস্য পরিচয় দেয় প্রতারকচক্র। পরবর্তীতে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নামসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে উচ্চমাধ্যমিকের বৃত্তির টাকা প্রদানের একাউন্ট পরিবর্তন করার কথা বলে প্রতারক চক্র। পরবর্তীতে অভিভাবকের কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে টাকা উত্তোলন করে নেয় প্রতারকরা।

নোবিপ্রবি শিক্ষার্থী তামজিদা দেওয়ান মৃত্তিকা অভিযোগ করে বলেন, একই নাম্বার থেকে ফোন দিয়ে তার সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করে পূর্বের একাউন্টে আর বৃত্তির টাকা আসবে না বলে জানানো হয়েছে। পরবর্তীতে এটিএম কার্ডের তথ্য চাইলে অভিভাবক কর্তৃক এই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতে বললে কল কেটে দেন। পরবর্তীতে আর যোগাযোগ করেননি প্রতারকরা।

অন্য আরেক শিক্ষার্থী রায়হানুল ইসলাম আযাদের অভিযোগ অনুযায়ী, একইভাবে শিক্ষার্থীর একাডেমিক সকল সঠিক তথ্য উপস্থাপন করে প্রতারণার চেষ্টা করে চক্রটি। একইরকম অভিযোগ করেন প্রতারকচক্রের কাছে টাকা হারানো অন্য শিক্ষার্থীরাও। এছাড়াও এই অভিযোগ তুলেছেন একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৩০ জন শিক্ষার্থী। অভিভাবকদের সচেতনতার ফলে প্রতারক চক্রের বিষয়ে বুঝে গেলে তথ্য দেয়া থেকে বিরত থেকেছেন তারা।

এদিকে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই প্রতারকচক্র এসব তথ্য পেয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নোটিশ দিয়ে বৃত্তিপ্রাপ্তদের তথ্য চান। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে জমা দেন।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের তথ্য পাচার হচ্ছে। মোবাইল ফোনে অভিভাবকদেরকে সঠিক তথ্য উপস্থাপন করার কারণে অনেকের অভিভাবক এটা যে প্রতারণা বুঝতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে আমাদের তথ্যের নিরাপত্তা নেই। বিশ্ববিদ্যালয় এর দায় এড়াতে পারে না।

তবে ভিন্নমত দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ. আর. এম মাহামুদুল হাসান রানা।

তিনি বলেন, শিক্ষার্থীদের এসব তথ্য বোর্ড থেকেও ছড়াতে পারে। নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য মুঠোফোনে শেয়ার করার আগে শিক্ষার্থী এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া দরকার।

তিনি আরও বলেন, আমাদের কোন তথ্য দরকার হলে তা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি চাওয়া হবে। তারপরও ফোনে কেউ যোগাযোগ করে তথ্য চাইলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা বোর্ড ছাড়াও অন্যান্য বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিকে অংশ নেয়া বৃত্তিপ্রাপ্তও রয়েছেন। এদের মধ্যে একাধিক শিক্ষার্থী চট্টগ্রাম ও ঢাকা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন।

এমন এক শিক্ষার্থীর অভিযোগ, তিনি ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিলেও তার অভিভাবককে কল করে কুমিল্লা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে বৃত্তির সংশ্লিষ্ট একাউন্ট পরিবর্তনের বিষয়ে কথা বলেছে প্রতারক চক্র।

এদিকে চক্র শনাক্তকরণে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। এই বিষয়ে ভুক্তোভোগী শিক্ষার্থীদের নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেল

ববিতে মানবধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

আবারো মহাসমাবেশের ডাক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

পিকনিকে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

জাবিতে জুলাই হামলার তদন্ত কমিটির প্রধানকে প্রাণনাশের হুমকি

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১০টি বাসে করে শিক্ষা সফরে নিয়ে গেল রাবি ছাত্রশিবির

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বড় নিয়োগ, দেবে আবাসন ও নগর ভাতা

ভিকারুননিসা নূন স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেদিন

জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতা ধারণা ভিত্তিহীন: ডা. শফিকুর রহমান 

১০

আগোরায় চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

১১

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

১২

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

১৩

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

১৫

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

১৭

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

১৮

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

১৯

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

২০