জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সকল দর্শনার্থীদের মধ্যে গাছের প্রতি সচেতনতা বৃদ্ধি ও গাছকে চেনার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’ (এনসিআই) ক্যাম্পাসে দু’দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের নামফলক টাঙানোর কর্মসূচি শুরু করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় গাছের নামফলক টাঙানো ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং তিনি বলেন, গাছের বৈচিত্র্য, বাস্তুসংস্থান বোঝা এবং সংরক্ষণের বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজ কারো একার পক্ষে করা সম্ভব না। এজন্য সংরক্ষণের বিষয়ে যারা জানেনা তাদেরকে জানাতে হবে এবং যারা জানে তাদের মধ্যে আন্তরিকভাবে বিশ্বাসের সাথে কর্মের সম্পর্ক স্থাপন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য উপদেষ্টাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন এনসিআই এর সহ-সভাপতি মেরিনা জাহান বলেন, প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বৃক্ষ রোপণ তারই একটি ছোট, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা গাছের বৈজ্ঞানিক নামকরণও করছি, যেন ভবিষ্যতে এদের সঠিকভাবে চেনা যায় এবং সংরক্ষণ করা যায়। এই উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিচ্ছি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এসময় প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (এনসিআই) এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মনোয়ার হোসেন, সংগঠনটির সভাপতি মাহীয়া সোলায়মান, সাধারণ সম্পাদক এস এম জাবেদ মাহমুদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ- Nature Conservation Initiative (NCI)’ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনামূলক প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
এসএস/
মন্তব্য করুন