জাবি প্রতিনিধি: গত ১৭ জুলাই শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে পুলিশের পৈশাচিক হামলার নির্দেশদাতা দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ গ্রেফতারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার সংলগ্নে মিছিল ও মিষ্টি বিতরণ করেন তারা।
মিছিলে সাধারণ শিক্ষার্থীরা, ‘কট খেয়েছে কট খেয়েছে, ফরিদ আহমেদ কট খেয়েছে; বিচার চাই বিচার চাই, ফরিদ আহমেদের বিচার চাই; বিচার চাই বিচার চাই, কুলাঙ্গার শিক্ষকের বিচার চাই; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে;’ এসব স্লোগান দেন।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওই শিক্ষককে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় মদদদাতা দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই খুশিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি, ক্যাম্পাসে আজ আমরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করব। আমরা চাই ওই শিক্ষকের সুষ্ঠ বিচার হোক।
এসএস/
মন্তব্য করুন