এডুকেশন টাইমস ডেস্ক: রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই ট্রাকে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এসএস/
মন্তব্য করুন