এডুকেশন টাইমস
২৩ নভেম্বর ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবি মফিজ লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’ – উপাচার্য

ইবি প্রতিনিধি: হাতিরঝিল খ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মফিজ লেকের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র নামানুসারে ‘মীর মুগ্ধ সরোবর’ করা হবে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নকীব মুহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানান।

উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম একটি স্থান হলো লেক। যেটি বর্তমানে মফিজ লেক নামে পরিচিত।আর এই লেকটির নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখার প্রস্তাব করেছি। এর আগেও আমি বোটানিক্যাল গার্ডেনের নামটি জুলাই আন্দোলনের সাথে মিল রেখে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করেছি।আন্দোলনের স্প্রিরিটকে ধারণ করে আগামীতেও আমরা কাজ করতে চাই। এ আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন একটি সমাজ গঠন করা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চাই।

এদিকে লেকের নামকরণের ক্ষেত্রে মুগ্ধের নাম ব্যবহারের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে সাধুবাদ জানালেও অধিকাংশ শিক্ষার্থীই কুষ্টিয়া অথবা ঝিনাইদহ অঞ্চলের কোনো শহীদের নামে এই লেকের নামকরণের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘মীর মুগ্ধ ছিলেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক। জুলাই বিপ্লবকে ধারণ করে সামনে যাতে আমাদের মাঝে এই স্পিরিট থাকে সেজন্যই এই নামকরণ। এছাড়াও তিনি বলেন, মফিজ লেক একটি অসঙ্গতিপূর্ণ নাম যা কোন পরিচয় বহন করে না।

সাধারণ শিক্ষার্থীরা জানান, মফিজ লেককে মীর মুগ্ধ সরোবর নাম রাখা প্রশংসনীয় ও গৌরবের বিষয়। এর মাধ্যমে আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে সবসময় সজাগ থাকতে পারবো। তাছাড়া মফিজ লেকে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধেও এমন নাম আমাদের সচেতনতা শিখাবে।

শান্ত শিশির ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, শুনেছিলাম কুষ্টিয়াতে দুইজন শহিদ হয়েছিল। তাদের নামে করাটা যৌক্তিক। মুগ্ধর নামে অলরেডি একটা ফাউন্ডেশন হয়েছে। কয়েকটি জায়গার নামও রাখা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কারো প্রতি বৈষম্য করা উচিত নয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই স্থান দিয়ে লেক প্রবাহিত হওয়ার অস্তিত্ব পাওয়া যায়। ১৯৭৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেই সময়ে এই লেকটির নামকরণ করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় লেক বা সংক্ষেপে ইবি লেক। কিন্তু মফিজ লেক হিসাবে জনপ্রিয়তার পিছনে লোকমুখে কিছু কল্পকাহিনী শোনা যায়। মফিজ নামের এক অজ্ঞাত পাগল প্রেমিক তার প্রিয়তমার প্রতি ভালোবাসার প্রমান দিতে অথবা প্রেমে ব্যর্থ হয়ে এই লেকে আত্নহুতি দিয়েছিলো। এরপর থেকেই ক্রমান্বয়ে এই লেকটি মফিজ লেক হিসাবে জনপ্রিয়তা পায়। আবার কেউ কেউ বলেন, যারা অযথা প্রেম করে সময় নষ্ট করতো, তারা এখানে এসে গল্প করতো। তাদেরকে ব্যঙ্গ করে মফিজ বলে ডাকতে ডাকতে এই জায়গাটি মফিজ লেক বলে পরিচিতি পায়।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু, চলবে ৩ রুটে

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নামে স্মরণসভা করার নির্দেশ

হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস

১০

ইবি মফিজ লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’ – উপাচার্য

১১

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য

১২

জবির মার্কেটিং অ্যালামনাইয়ের সভাপতি সৈকত , সম্পাদক রাজ্জাক

১৩

১৮ বছর পর প্রকাশ্যে নবীনদের বরণ করল হাবিপ্রবি শাখা ছাত্রশিবির

১৪

ওয়ান ব্যাংকে নিয়োগ, প্রবেশনে বেতন ৫৫,০০০ টাকা

১৫

ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ-আহতদের বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

১৭

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেল

১৮

ববিতে মানবধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

১৯

আবারো মহাসমাবেশের ডাক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

২০