শাবিপ্রবি প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রোগ্রামিং কোডিং প্রতিযোগিতা ‘সামুরাই’। এবার ‘সামুরাই-২০২৪’ প্রতিযোগিতায় দেশের চারশাতধিক প্রোগামিং দলকে পিছনে ফেলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রোগ্রমিং টিম ‘ডিফাইন কোডারস’।
চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাফি উল্লাহ শাফিন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাজুল ইসলাম ও শাওন মাজিদ।
প্রতিযোগিতাটি বাংলাদেশ-জাপান যৌথ বেঞ্চার কোম্পানিসহ বেশ কয়েকটি জাপানি আইটি কোম্পানির সহযোগিতায় হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করে।
এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি বেসকারী বিশ্ববিদ্যালয়ের ৪০৭টি দল অংশগ্রহণ করেন। এতে শাবিপ্রবির ৭টি দল অংশ নেয়।
চ্যাম্পিয়ন টিমের সদস্য মেহরাজুল ইসলাম বলেন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকাথন প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরবের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সুশাসন ও অবকাঠামোগত এগিয়ে যাচ্ছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছে আসছে। আমরাও শিক্ষক, শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছি, এটা চলমান রয়েছে।
এসআই/
মন্তব্য করুন