পাবিপ্রবি প্রতিনিধি: পড়াশোনা,পরীক্ষার ও ব্যক্তিগত জীবনে মানসিক চাপসহ পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মাঝে হতাশা চলে আসে। মানসিক চাপ থেকে মুক্তি পেত শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য দুইটি পৃথক ব্যাচে ‘Workshop on Stress Management in Higher Education’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ২০ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ভার্চুয়াল ক্লাস রুমে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাচ-১ এবং দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত ব্যাচ-২ এর কর্মশালা চলবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ উদ্দীন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালার পরিচালনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তানজির আহমেদ তুশার।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, ‘আমরা আইকিউএসি’র উদ্যোগে ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ’ কর্মশালাটির আয়োজন করেছি। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনাতে এসে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে নানান অসুবিধার সম্মুখীন হয়, তারা নানান মানসিক সমস্যায় ভোগে থাকে।
তিনি বলেন, বর্তমানে ডিজিটাল যুগে সবাই সোশাল মিডিয়ার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ও মানষিক সমস্যাগুলো কারো সাথে শেয়ার করতেও লজ্জাবোধ করে।
তিনি আরও বলেন, এ ধরণের পরিস্থিতিকে শিক্ষার্থীরা কিভাবে সামাল দিবে সেটা আমরা তুলে ধরবো,আমরা সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো এবং তাদের নানান বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। যার ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থীরা নিজেদেরকে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে।
এসআই/
মন্তব্য করুন