এডুকেশন টাইমস ডেস্ক: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খাজা শাহ্ সূফী ইউনুস আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ (১৮) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন । শাকিল ঘুঘুমারি উত্তরপাড়া মোহাম্মদ মোজাম্মেল ও মাহফুজা বেগমের দ্বিতীয় সন্তান।
জানা গেছে, তাঁর বাবা ঋণগ্রস্ত হয়ে নিরুদ্দেশ হয়েছেন। পরিবারের সাথে যোগাযোগ নেই। তার মা গার্মেন্টসে চাকরি করে নিজেই সংসার চালিয়েছেন, বার্ধক্যের কারণে এখন তাও ছেড়েছেন। শাকিলের বড় ভাই সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স পাশ করে বের হয়েছেন। এখন চাকরির পিছনে ছুটবেন না-কি ছোট ভাইকে বাঁচাবেন, এ নিয়েই হতাশায় কাটছে তার দিন।
তবে অসহায় শাকিলের সহায় হয়ে দাঁড়িয়েছে মাদারগঞ্জের একদল তরুণ । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজারে ক্যাম্পেইন করে শাকিলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৮০হাজার টাকা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
মাদারগঞ্জ হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা এডমিন মো: রাকিবুল হাসান, মো: সালমান , মো: নাইম, কামরুল হাসান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মিনহাজ আকন্দ, আবিদ আকন্দ, হলি মিশন স্কুল এন্ড কলেজের শিক্ষক আল মাহমুদ বিপ্লবের সহায়তায় মাদারগঞ্জ জুড়ে ক্যাম্পেইন চলছে।
এছাড়াও শাকিলের পাশে দাঁড়িয়েছে ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ নামের সংগঠনটি। প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রাজু ও সাধারণ সম্পাদক সামিউল কারীম তূর্জয়ের নেতৃত্বে অনলাইন ও অফলাইনে চলছে ক্যাম্পেইন।
তারা জানিয়েছে, শাকিলের চিকিৎসার জন্য ১০/১২ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব না। তাই আমরা নিজ উদ্যোগে ক্যাম্পেইন করে তাদের হাতে টাকা তুলে দিচ্ছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি। সবাই যদি এগিয়ে আসি তাহলে হয়তো বেঁচে থাকবে শাকিল, হাসি ফুটবে পরিবারে।
সহায়তার জন্য: 01631451386 (নগদ/রকেট/বিকাশ)
যোগাযোগ: সোহেল আহমেদ (বড় ভাই) 01647303231
এবি/
মন্তব্য করুন