শাবিপ্রবি প্রতিনিধি :
গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ২৮ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। সে অনুসারে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে মোট ২৪ দিন।
বর্ষপঞ্জিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ক্লাস বন্ধ হলেও এর আগে ২৪ ও ২৫ মে শুক্রবার ও শনিবার রয়েছে। এছাড়া বন্ধের পর ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার রয়েছে। এতে করে আরো অতিরিক্ত ৪ দিন ছুটি যোগ হবে। সবমিলিয়ে মোট ২৮ দিন ক্লাস বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ক্লাস পরিক্ষা ২৬ মে থেকে বন্ধ হলেও অফিস খোলা থাকবে আগামী ১০ জুন পর্যন্ত। ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। এছাড়া কোন ধরণের পরিবর্তন হলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সিদ্ধান্ত নিবে
যথারীতি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হল সবসময় খোলা থাকবে।
এএকে /
মন্তব্য করুন