এডুকেশন টাইমস
৩১ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাচ্ছে ইবির ৭ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া ইবির ৭ শিক্ষার্থী

আনিসুর রহমান, ইবি: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার। তবে সময়ের সাথে সাথে সেই সংখ্যাটাও কমতে থাকে। খুব কম শিক্ষার্থীই তাদের সেই স্বপ্নটা ধরে রাখতে পারে। সঠিক গাইডলাইন এবং যথেষ্ট পরিশ্রমের অভাবে হারিয়ে যায় এসব স্বপ্নবাজ শিক্ষার্থীরা। তবে এবার স্বপ্ন ছোঁয়ার স্বাদ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭ মেধাবী শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ জন মেধাবী স্বপ্নবাজ তরুণ যারা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে ছিলেন। তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে।

সম্প্রতি তারা আমেরিকার ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। কঠোর পরিশ্রম, লেগে থাকার মানসিকতা এবং সুপ্রসন্ন ভাগ্য তাদের পৌঁছে দিয়েছে স্বপ্ন পূরণের অনন্য এ উচ্চতায় বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একই রেজাল্টধারী তিন বন্ধু সুমন আলী, মামুনুর রশিদ ও নাঈম হোসেন ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য তিন বিশ্ববিদ্যালয়ে। সুমন আলী পিএইচডি ইন ফাইন্যান্সে University of Texas at El Paso-তে, মামুনুর রশীদ পিএইচডি ইন ফাইন্যান্সে University of Texas, San Antonio-তে এবং নাঈম হোসেন পিএইচডি ইন ফাইন্যান্সিয়াল ইকোনোমিকসে University of Nwe Orleans-এ যাবেন।

এদিকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধুও যুক্তরাষ্ট্রের তিন বিশ্ববিদ্যালয় হতে ফুল ফান্ডেড স্কলারশীপে পিএইচডি’র ডাক পেয়েছেন। তারা হলেন, সাদ্দাম এইচ হৃদয় (joint doctoral program in public health) এ পিএইচডি করবেন University of California, San Diego State, USA, শাহিন আলী (পিএইচডি ইন বায়োমেডিকেল) The University of Iowa তে এবং অভিলাষ অর্জুন দাস (পিএইচডি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং) এ Michigan Technological University এ যাবেন।

এছাড়াও আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুলাহ আল নাফি যুক্তরাষ্ট্রের University of Maine থেকে প্রফেসর ফান্ডিংয়ে (Electrical and Computer Engineering )এ পিএইচডির সুযোগ পেয়েছেন।

University of California-তে সুযোগ পাওয়া শিক্ষার্থী সাদ্দাম এইচ হৃদয় সাফল্য অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সাফলতাকে বাস্তবে রুপ দেওয়া মনের গহীনে এক অপরিসীম তৃপ্তি এবং পরিপূর্ণতা দেয়। এটি কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের চূড়ান্ত প্রতিফলন। সাফল্য অর্জন করা গর্ব এবং কৃতিত্বের অনুভূতি নিয়ে আসে। যে লক্ষ্য নিয়ে মাইলফলক অতিক্রম করা হয়েছে এটি পুরো যাত্রা জুড়ে পরামর্শদাতা, সহকর্মী এবং প্রিয়জনদের কাছ থেকে প্রাপ্ত সমর্থন এবং নির্দেশনার প্রতি গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। এই সাফল্য ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ এবং আকাঙ্খাগুলি অনুসরণ করার প্রেরণা এবং আত্মবিশ্বাসকে জ্বালানী দেয়।

University of Nwe Orleans থেকে সুযোগ পাওয়া শিক্ষার্থী নাইম হোসেন বলেন, আমি এবং আমার বন্ধুরা অনেক বেশি খুশি। আমার এই অর্জনটা মানুষ এতো ভালোভাবে মূল্যায়ন করবে, ভাবতেই পারিনি। আরও ভালো লাগে এটা ভেবে যে, আমাদের অনার্স থেকে শুরু এই পর্যন্ত সবকিছু কেমন যেন আল্লাহ মিলিয়ে দিয়েছেন। একটার পর একটা ধাপ যে এতো সুন্দরভাবে এগিয়ে নিতে পেরেছিলাম তা আজ বুঝতে পেরে ভালো লাগে। অনেকেই আমাদের অনেক বিষয়ে ঈর্ষা করলেও আমরা তিন বন্ধু কখনো তা করিনি। বরং এগিয়ে এসেছি একে অন্যের সহযোগিতায় নিঃস্বার্থভাবে।

University of Texas থেকে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থী মামুনু রহমান বলেন, আমার জন্য এই সাকসেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ বাংলাদেশ থেকে খুব কম শিক্ষার্থীই আছেন, যারা সরাসরি আমেরিকার ফাইন্যান্সের পিএইচডিতে যান। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তিন বন্ধু একসঙ্গে পিএইচডি শুরু করা, যেখানে আমরা তিনজনই একসাথে অনার্স চতুর্থবর্ষ থেকেই গবেষণা শুরু করি। আমরা এই চ্যালেন্জিং জার্নিতে সফল হয়েছি।

গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহের কথা জানতে চাইলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আগের তুলনায় সাইন্স ফ্যাকাল্টিতে গবেষণা আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগ থেকে যদি শিক্ষার্থীদের গবেষণার জন্য উদ্বুদ্ধ করা হয় তাহলে তারা আরো বেশি গবেষণায় মনোনিবেশ করবে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে গবেষণার জন্য। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও গবেষণায় মনোনিবেশ করতে হবে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ-আহতদের বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যা জানা গেল

ববিতে মানবধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

আবারো মহাসমাবেশের ডাক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের

পিকনিকে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

জাবিতে জুলাই হামলার তদন্ত কমিটির প্রধানকে প্রাণনাশের হুমকি

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১০টি বাসে করে শিক্ষা সফরে নিয়ে গেল রাবি ছাত্রশিবির

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বড় নিয়োগ, দেবে আবাসন ও নগর ভাতা

ভিকারুননিসা নূন স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেদিন

১০

জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতা ধারণা ভিত্তিহীন: ডা. শফিকুর রহমান 

১১

আগোরায় চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

১২

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

১৩

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

১৪

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৫

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

১৬

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

১৭

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

১৮

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

১৯

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

২০