চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতি ও দৃক’র যৌথ উদ্যোগে ‘জনস্বার্থে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুন) সকাল এগারোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে নিউ এইজ পত্রিকার সাংবাদিক এবং দৃক’র পরিচালক ড. সায়দিয়া গুলরুখের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচকরা বর্তমানে জনস্বার্থে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সেই সাথে যারা সাংবাদিকতা করতে ইচ্ছুক তাদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সেমিনারে দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে জনস্বার্থে সাংবাদিকতা খুব ভয়াবহ সংকটের মধ্যে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ভিতর থেকে দুর্বল করে দেয়া। অযোগ্য ব্যক্তিদের হাতে লাইসেন্স তুলে দেয়া। যে কারণে সাংবাদিকতা সেক্টরটি আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এছাড়া তিনি নতুন সাংবাদিকদের সংকট মোকাবেলায় এগিয়ে আসার জন্য প্রচুর পড়াশোনা এবং জ্ঞান চর্চার পরামর্শ দেন।
এ সময় দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ্র বলেন, সাংবাদিকতার সাথেই জনস্বার্থ কথাটি জড়িত। দেশ মানুষ এবং সমাজের স্বার্থেই সাংবাদিকতা করা হয়। জনস্বার্থে সাংবাদিকতা সংকটের প্রধান কারণ হচ্ছে কর্মাশিয়াল অবস্থা। সেইসাথে বর্তমান শাসনব্যবস্থা, আইন, সমাজনীতি ও অর্থনীতিও সাংবাদিকতার অন্যতম সংকট। আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারলেই আমাদের অপার সম্ভাবনার মুখ দেখতে পারব।
দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মউদুদ উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান, দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মউদুদ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
এসআই/
মন্তব্য করুন