ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণা নির্ভর করতে যা করা দরকার আমি করবো। তোমাদের যেকোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবা, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের পার্থক্য ঊনিশ-বিশ। তোমরা একটু সিরিয়াস হলেই ওদের কেউ পেছনে ফেলতে পারবা। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই কারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ।
সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত ফিজিক্স ডে-২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন দিবসটি উপলক্ষে আনন্দ পথযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক মুহাম্মদ সাঈদ, বিজ্ঞানের প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. লোকমান হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন করেন ড. রহিমা নাসরিন ম্যাম এবং বুপশা এর সহ-সভাপতি নূর নবী সাগর।
অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতি পরিবেশনা বিকাল ৪টায় থেকে কীর্তনখোলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসআই/
মন্তব্য করুন