ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১ম ব্যাচ) শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) সকালে কেন্দ্রীয় জিমনেসিয়ামের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানসহ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন। আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমি গর্বিত যে আমার বিশ্ববিদ্যালয়ের তিনটা বিভাগের সাথে আমি জড়িত। এগুলোর মধ্যে এই বিভাগের সিলেবাস সবচেয়ে উন্নত। এই সিলেবাসের সফলতা তখন হবে যখন কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সফলতা অর্জন করবে তোমরা।’
তিনি বিদায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘যা কিছু পুরনো ভেঙ্গে ফেলো, নতুন কিছু করো। এই নতুন কিছু তোমাকে বাচঁতে শেখাবে। বর্তমান একবিংশ শতাব্দীর পৃথিবী যোগ পরিবর্তনে যতগুলো সেক্টর আছে তার মধ্যে ট্যুরিজম অন্যতম। এই বিভাগে কর্মক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে চিন্তাভাবনার জগতে পরিবর্তন আনতে হবে, মনকে বড় করতে হবে। তাহলেই তোমরা টুরিজম জগতের শ্রেষ্ঠ হতে পারবে।’
এসআই/
মন্তব্য করুন