শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সেইভ ইউথ সাস্ট চ্যাপ্টার’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সংগঠনটির সভাপতি আমানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচির অংশ হিসেবে, এদিন সকালে শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি একাডেমিক বিল্ডিং হতে শুরু হয়ে চেতনা-৭১, গোলচত্ত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে একাডেমিক বিল্ডিংয়ের ১২৯ নম্বর কক্ষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. ইউনূস কবির, ২য় স্থান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শারমিন ইয়াসমিন ও ৩য় স্থান একই বিভাগের শামছুন্নাহার।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাফরুহা আলম মুন, ২য় স্থান বাংলা বিভাগের ইকরাম হোসাইন ও ৩য় স্থান রসায়ন বিভাগের এস. এম. সাখাওয়াত সাকিব নিলয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি নারীরা সবচেয়ে শক্তিশালী। আমাদের মা একজন নারী যিনি আমাদেরকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আজ বাংলাদেশের যে অর্জন তার পেছনে রয়েছে পুরুষদের পাশাপাশি নারীদের অসামান্য অবদান।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.জায়েদা শারমিন। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা সুলতানা জেরিনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এসআই/
মন্তব্য করুন