শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের কৃতি সন্তান ও সাবেক স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মিত হবে ছাত্রদের জন্য চতুর্থ আবাসিক হল। অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধিনে ছাত্রদের জন্য নির্মিত এই হলটি এক হাজার আসন বিশিষ্ট হবে বলে জানা যায়।
রোববার (৯ জুন) বিকালে নামকরণের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উনার নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় সিলেটের মাটিতে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির ক্রান্তিকালে হুমায়ুন রশিদ চৌধুরী ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুমায়ুন রশিদ চৌধুরীর সম্মানার্থে তার নামে একটি ভবনের নামকরণ করা। অবশেষে আমাদের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১ হাজার আসন বিশিষ্ট চতুর্থ ছাত্র হল নির্মিত হবে। আমরা সে হলটি প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে হলটি নির্মাণের টেন্ডারও হয়েছে। আশা করছি দ্রুতই হলটি নির্মাণের কাজ শুরু হবে।
এসআই/
মন্তব্য করুন