শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আহত মো. সাদমান শাহরিয়ার বাদী হয়ে ২ জুলাই সিলেটের জালালাবাদ থানায় এ মামলা করেন। ইতোমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবিতে দায়িত্বপ্রাপ্ত সিলেটের জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শারফিন মিয়া।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ৩০ জুন ক্যাম্পাসের নিকটস্থ নয়াবাজার এলাকায় শাবিপ্রবির দুইজন শিক্ষার্থীকে স্থানীয় কয়েকজন মিলে মারধর করে আহত করে। এ ঘটনায় আহত সাদমান শাহরিয়ার বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন রয়েছেন। ইতোমধ্যে মামলার ৩নং আসামী সাইফ ও ৭নং আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করেছে। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, জালালাবাদ থানাধীন আখালিয়া নয়াবাজারস্থ তিন রাস্তার মোড়ে ইখওয়ান স্নাকবার দোকানের সামনে বেআইনীভাবে জনতারা মিলিত হইয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম করতঃ চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অপরাধ করা হয়েছে। চোরাই মূল্য ১৮ হাজার টাকা।
উল্লেখ্য, গত ৩০ জুন সন্ধ্যার দিকে শাবিপ্রবি শিক্ষার্থী সাদমান শাহরিয়ার ও তাইমুর সালেহীন তাউস নয়াবাজার এলাকায় গেলে স্থানীয় কয়েকজন লোক মিলে পাথর ও ক্ষুর দিয়ে তাদের উপর হামলা করে। এতে তারা দুজনেই আহত হয়। পরে তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে, গত ২৩ মে আনুমানিক রাত দেড়টার দিকে স্থানীয় দুজন লোকের সঙ্গে শাহপরান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে ঝামেলা হয়। সেসময় স্থানীয় ওই দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় শাদমান শাহরিয়ার ও তাউসসহ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক শিক্ষার্থীর। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট বডির সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।
এসআই/
মন্তব্য করুন