পাবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার(৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা চত্তরে অবস্থান নেয়। এরপর বিক্ষোভ সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসলে পুলিশি বাধার সম্মুখীন হলে আন্দোলন তীব্রতর হয়। এসময় শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এক ঘণ্টা তারা মহাসড়কে অবস্থান নেয়। এর ফলে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এসময় কোনো প্রকার যানবাহন যেতে না দিলেও এম্বুলেন্সকে যাওয়ার বিশেষ ব্যবস্থা দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। ছাত্ররা ইতিপূর্বেও সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরাও এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না।
এসআই/
মন্তব্য করুন