পাবিপ্রবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা পাবনা মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এরপর বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে শেখ হাসিনা হল প্রদক্ষিণ করে ঢাকা-পাবনা মহাসড়কে আসে। এরপর মাহতাব টাওয়ার প্রদক্ষিণ করে ক্যালিকো কটন মিলের দিকে যায়। ক্যালিকো কটন মিল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মিছিল শেষ করে মহাসড়ক অবরোধ করে রাস্তার উপর বসে পড়েন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে ৫৬ শতাংশ কোটা কখনোই গ্রহণযোগ্য নয়। মহামান্য হাইকোর্ট কোটা নিয়ে যে রায় দিয়েছেন সেটা ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। আমরা কোটা ব্যবস্থা সংস্কার চাই। চাকরি ব্যবস্থায় কোনো বৈষম্য আমরা চাই না। তারা আরো বলেন, আমাদের এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটব না।
আরএন/
মন্তব্য করুন