শাবিপ্রবি প্রতিনিধি:
কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেড ঘোষণা দিয়েছে দিয়েছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রধানফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
পরে বিকাল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় আন্দোলনকারীরা। এসময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশ জুড়ে তৈরী হয়েছে দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছে সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।
এসময় সড়ক অবরোধ করে রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যায় শিক্ষার্থীদের।
এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে কোটা না মেধা? মেধা মেধা, আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা, চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইএইচ/
মন্তব্য করুন