মাভাবিপ্রবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে হল চত্ত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা সারাদেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
গত ৫ জুলাই থেকে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল করে আসছে শিক্ষার্থীরা।
ইএইচ/
মন্তব্য করুন