শাবিপ্রবি প্রতিনিধি:
জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের দাবিতে সিলেট জেলা প্রশসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শাবিপ্রবির গোল চত্বর থেকে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মদিনা মার্কেট, সুবিদবাজার, লামাবাজার, খুলিয়াপাড়া, জিতুমিয়ার পয়েন্ট ,তালতলা পয়েন্ট প্রদক্ষিণ করে দীর্ঘ ৮ কিলোমিটার পায়ে হেঁটে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছান শিক্ষার্থীরা। এরপর বেলা ২টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দেন শিক্ষার্থীরা।
এসময় সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, আপনাদের স্মারকলিপি আমি গ্রহণ করেছি এবং এটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেব।
কোটা সংস্কারের শাবিপ্রবি শাখা সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বলেন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা ক্লাসে, ল্যাবে, গবেষণায় ফিরে যেতে চাই সেজন্য অতিদ্রুত সংসদে অধিবেশন ডেকে আইন পাশ করে আমাদের দাবি মেনে নেওয়া হোক নাহয় আমাদের আন্দোলন আরো জোড়ালো হবে। তিনি আরো বলেন, আজ আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠাতে এখানে হাজারো শিক্ষার্থী নিয়ে জমায়েত হয়েছি।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, আমাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষার্থীদের উপর উল্টো মামলা করা হয়। তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করে নিন এসব হামলা মামলা দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে সরানো যাবে না যতদিন না আমাদের অধিকার আদায় হচ্ছে।
এএকে /
মন্তব্য করুন