জবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার নিহত হওয়া সকল শহিদদের উদ্দেশ্যে গায়েবানা জানাযার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের শান্ত চত্বরে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযায় শহিদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।এছাড়াও শিক্ষার্থীরা জানাযা পরবর্তী সময়ে তাদের ভাই- বোনদের উপর চালানো এই নির্মম হামলার তীব্র নিন্দা জানান।
জানাযায় উপস্থিত এক শিক্ষার্থী বলেন,আজকে আমার ভাইরা নিজের অধিকার আদায়ের আন্দোলনে এসে শহিদ হয়েছেন।যেহেতু আমাদের ন্যায্য দাবির এই আন্দোলনে তারা হামলা চালিয়েছে,কয়েকজন নিহত ও অনেকে হতাহত ও গুলিবিদ্ধ হয়েছে তাই আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো। আমার ভাই- বোনদের রক্ত আমরা বৃথা যেতে দিবো না।
প্রসঙ্গত গতকাল কোটা সংস্কার আন্দোলনে হামলায় জগন্নাথের ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকে আহত হয়েছে।
আরএন/
মন্তব্য করুন