শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
শুক্রবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালিত হয়। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এ কালো ব্যাজ ধারন করে মৌন মিছিল করে প্রধান ফটকের দিকে যান শিক্ষকেরা।
এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক দিলারা রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খুরশিদা আলম ও অধ্যাপক রেজাউল করিম, রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হাসনাত ও অধ্যাপক নুর উদ্দিন আহমদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক বেলাল শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যতাযত বিচার করতে হবে। আর কোন শিক্ষার্থী কে যেন নির্যাতন করা না হয়। ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে।
এসময় শিক্ষরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি পূর্ন সমর্থন প্রকাশ করেন। এছাড়া ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থীদের উপড় হামলা ও লাথি দেওয়ার বিষয়ে বক্তারা সমালোচনা করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্ট্ররিয়াল বডি থাকতে শিক্ষার্থীদের পুলিশ কিভাবে এই সাহস করে?
এসআই/
মন্তব্য করুন