মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থী যাতে গ্রেফতার বা হয়রানির শিকার না হয়, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মুছা মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি গ্রেফতার বা হয়রানির শিকার হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।
ইএইচ/
মন্তব্য করুন