শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটে শিক্ষার্থীদের শান্তিপূর্ন গণমিছিলে পিছন থেকে রাবার বুলেট, পুলিশ টিয়ারশেল, কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাঠকেল ছুড়ে। এতে ৫ জন পুলিশ ও একজন সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। এছড়া একজন শিশু গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) বিকাল চারটায় নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, সুরমা আবাসিক এলাকা থেকে ভার্সিটি গেইটে একটি মিছিল ও তেমুখী এলাকা থেকে একটি মিছিল পুলিশি বাধা উপেক্ষা করে শাবিপ্রবির গেইট এ এসে জড়ো হয়। এরপর মিছিলটি মদিনা মার্কেটের দিকে যাওয়া শুরু করে। গণ মিছিলটি মাউন্ট এডোরার সামনে গেলে পুলিশ পিছন থেকে টিয়ারশেল, কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এসময় শিক্ষার্থীদের ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে।
দুই ঘন্টাব্যাপি সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের নগরীর আখালিয়া আবাসিক এলাকা, লেকসিটি, মদিনামার্কেট ও কালিবাড়ি রোড এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, কিছু আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় গেইটে প্রবেশ করতে চেয়েছিল। এরপর তাদের বাধা দিলে তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ৫জন পুলিশ সদস্য আহত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালনে লক্ষ্যে দুইটি মিছিল ভার্সিটি গেটে একত্রিত হতে চাইলে পুলিশ বাধা দেয়। আমরা সেই বাধা উপেক্ষা করে মদিনা মার্কেটের দিকে রওনা হয়ে মাউন্ট এডোরা এলাকায় গেলে পুলিশ পিছন থেকে আমাদের উপড় হামলা করে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। আর কিছু ভাই রাকিব রাবেয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় আছে। আর আমাদের প্রায় ১০জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নগরীর আবাসিক এলাকায় একজন শিশু গুলিবিদ্ধ হয়েছে।
এএকে /
মন্তব্য করুন