মাভাবিপ্রবি প্রতিনিধি:
মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
শনিবার (২রা আগষ্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৩০-৪০ শিক্ষক অংশ নিয়ে বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে বিকাল ৪:১২ টায় শিক্ষার্থীরা মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পরে । সারাদেশে চলমান কোটা সংস্কারের আন্দোলনের জন্য ১৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মাভাবিপ্রবি প্রশাসন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক। সকল হত্যাকান্ডের আন্তর্জাতিক সংস্থা সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।
ইএইচ/
মন্তব্য করুন