শাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র রুদ্র সেনের পরিবারে আর্থিক সহায়তা চেয়ে বিবৃতি দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের দল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’। এসময় তারা আরো তিনটি দাবিও পেশ করেন।
শনিবার (৩ আগস্ট) সকালে দলের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মনিম জোয়ারদার ও অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবিসমূহ তুলে ধরা হয়।
এই শিক্ষক প্যানেলের দাবিগুলো হলো, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে বিচার করা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত-আহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান; শাবির সিইপি বিভাগের নিহত ছাত্র রুদ্র সেনের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে; আটককৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি প্রদান এবং এক্ষেত্রে অযথা হয়রানী বন্ধ করতে হবে; আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে অনতিবিলম্বে আলোচনায় বসে সংকটের সমাধান করা এখন সময়ের দাবি।
আরএন/
মন্তব্য করুন