জাবি প্রতিনিধি: ৩৬ দিনের বৈষম্যবিরোধী ‘জুলাই বিপ্লব’ এবং স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের স্বরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৩৭টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার ভবনের পার্শ্ববর্তী এলাকায় ৩৭ টি বৃক্ষ রোপণ করা হয়। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সকল পেশার জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের জাকিরুল ইসলাম বলেন, বৈষম্য, শোষণ এবং গণহত্যার মাধ্যমে বাংলাদেশের মাটিতে শায়িত বীর সন্তানরা যুগে যুগে আবু সাইদ, আকরাম, মুগ্ধ সহ ভিন্ন ভিন্ন নামে বাংলার মাটিতে উদিত হন। বাংলাদেশ, মা, মাটি, মানুষ আজ সতেজ, নির্মল, স্বস্তির ও স্বাধীনতার যে নিঃশ্বাস নিচ্ছেন তার অক্সিজেন হচ্ছে বাংলার মাটিতে সংগঠিত সকল আদর্শ, বিপ্লব এবং শহীদ।
এসআই/
মন্তব্য করুন