ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করে ইউনিটের প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন ও প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে আমি ফলাফলে স্বাক্ষর করেছি।
অধ্যাপক আরও বলেন, এবার ফল প্রকাশে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলনে করা হবে না। তবে ফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখান থেকে ভর্তিচ্ছুরা ফল দেখতে পারবেন।
এএকে/