spot_img

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যে ফল

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১১টায়। এবার বুটেক্স ও বিএএফ শাহীন কলেজসহ মোট দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬.৫ শতাংশ। আগামী ২৩ মার্চের মাঝে পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।

- বিজ্ঞাপন -

এর আগে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ১২ হাজার ৮০০ জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাদের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেন ৯ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী।

ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সার্বিক সেবায় কাজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদ, বুটেক্স সাংবাদিক সমিতিসহ বিভিন্ন কলেজের সংগঠনগুলো।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে এবার ৬৪০ আসনে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)।

টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০),এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৪০)।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img