spot_img

চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ; উত্তীর্ণ ৩২ দশমিক ০৬ শতাংশ

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩২ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯৭ দশমিক ০৫।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ফল প্রকাশিত হয়। এতে পাশ করেছেন ২৯ হাজার ৪১১ পরীক্ষার্থী। পাশের হার ৩২ দশমিক ০৬ শতাংশ।

- বিজ্ঞাপন -

বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রকৌশল অনুষদের ডিন মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.cu.ac.bd) মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে তাদের ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী।

তবে, তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৪১১ জন।

প্রসঙ্গত, গত শনিবার (১ মার্চ) তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img