spot_img

বাংলাদেশে ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের যাত্রা শুরু

এসম্পর্কিত আরো পড়ুন

এনামুল হোসেন:

ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর উদ্যোগে “Expanding Horizons: EMA-BD Website Inauguration Event” শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৈয়দ মুহাম্মাদ বাকের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান, এইচ.ই. মাইকেল মিলার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইরাসমাস মুন্ডুস এসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ডেস্কের  শিক্ষা, যুব, ক্রীড়া ও সংস্কৃতি অধিদপ্তর-জেনারেলউন্নি কোভারনিউসভিক সাগবার্গ।

- বিজ্ঞাপন -

এছাড়াও ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহকারী-প্রতিনিধি মাহমুদুল হাসান মৃদুলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এইচ.ই. মাইকেল মিলার বলেন, ইরাসমাস+ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন।

তিনি উল্লেখ করেন, ইমাবিডি শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নয়, বরং ইউরোপের অংশগ্রহণকারীদের জন্যও ব্যাপক সুফল বয়ে আনে যা আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এবং বাংলাদেশের যুবসমাজকে দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে।

বিশেষ অতিথি উন্নি কোভারনিউসভিক সাগবার্গ তাঁর  বক্তব্যের শুরুতে ইমাবিডি এর সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রম আরোও বেগবান করার জন্য উৎসাহ দেন। পাশাপাশি তিনি ইরাসমাস+ এর সঙ্গে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশে উচ্চশিক্ষার সম্প্রচারে তাঁদের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন।

আশিকুর রহমান তাঁর বক্তব্যে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের সামগ্রিক সহায়তার বিশেষ প্রসংশা করেন। তিনি বলেন এই অনুষ্ঠান শুধুমাত্র ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান নয় এটি ইমাবিডি এবং সমগ্র বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশ ইরাসমাস বৃত্তি অর্জনে শীর্ষ দেশগুলোর মধ্যে একটি হবে।

তিনি আরো বলেন, ইমা বিডি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছে এবং তিনি সংগঠনটিকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে অ্যালামনাইদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি সংগঠনটির এ নতুন উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন ওয়েবসাইটের মাধ্যমে সৃষ্ট সুযোগগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠানের সঞ্চালক সৈয়দ মুহাম্মাদ বাকের তাঁর বক্তব্যে ইমাবিডি এর লক্ষ্য, উদ্দেশ্য এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জোর দেন। তিনি ইরাসমাস অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সংগঠনটির গুরুত্বপূর্ণ সেতুবন্ধনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষার সেতু বন্ধন হিসেবে কাজ করে। তিনি আরো বলেন, নতুন ওয়েবসাইটটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হবে, যেখানে বিদেশে পড়াশোনা এবং বৃত্তি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

অতিথিদের বক্তব্য শেষে ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশের আইটি ও সোশ্যাল মিডিয়ার উপ-সমন্বয়কারী ফাইরুজ আজীম আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

উল্লেখ্য, ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এটি দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img