নিউজ ডেস্ক:
বর্তমানে মোবাইল ফোন আমাদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের অন্যতম যন্ত্র। ব্যাক্তিগত ছবি থেকে এমন কোনো তথ্য নেই যা আমরা সংরক্ষণে রাখিনা। মোবাইলে হঠাৎ করে অনিরাপত্তা কিংবা মনের ভুলে মোবাইল ফোন হারিয়ে গেলে বেশ বিড়ম্বনা পোহাতে হয় আমাদের। দুঃশ্চিন্তার যেন শেষ থাকে না তখন।
চুরি কিংবা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়। যার কারণে মোবাইল ফোনের আসল মালিক পড়েন নানান আইনি জটিলতায়। তাই মোবাইল ফোন হারানোর এক ঘণ্টার মধ্যে যে কাজগুলো করলে আপনিও বেঁচে যেতে পারেন আইনি জটিলতা থেকে সেগুলো হলো-
১. থানায় জিডি করুন
যে এলাকায় মোবাইল ফোন হারিয়েছেন সেখানকার কোনো থানায় গিয়ে জিডি করে আপনার ফোন হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত করুন। ভবিষ্যতে আইনি ঝামেলায় সুরক্ষিত থাকুন।
২. সিম ব্লক করুন
মুঠোফোন হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব সিম ব্লক করতে কল সেন্টারে দ্রুত যোগাযোগ করুন। অথবা আপনার এলাকার কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সিম ব্লক করে ফেলুন। তবে সিম অন্যের নামে নিবন্ধিত হলে যার নামে নিবন্ধন করা, তার মাধ্যমে সিমটি ব্লক করতে হবে।
৩. মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করুন
ফোন হারানোর অবিলম্বে আপনার অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড পরিবর্তন করুন। হারিয়ে যাওয়া ডিভাইসের কথা আপনার ব্যাংকে জানিয়ে রাখুন।
আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা অতিরিক্ত নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারেন।
৪. ফোনের ডেটা নিয়ন্ত্রণে বাধা দিন
আপনার ফোন লক করার চেষ্টা করুন। তথ্য মুছে দেওয়ার চেষ্টা করতে পারেন। ফোনে যদি কোনো ট্র্যাকিং অ্যাপ, যেমন ফাইন্ড মাই আইফোন (আইফোনের জন্য) বা গুগলের ফাইন্ড মাই ডিভাইস (অ্যান্ড্রয়েডের জন্য) সক্রিয় করার সুযোগ থাকে, তাহলে দ্রুত তার মাধ্যমে মুঠোফোনটি দূর থেকে লক বা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন। সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। হারানোর পর অবিলম্বে অন্য ডিভাইস বা ল্যাপটপ থেকে আপনার যত অ্যাকাউন্ট আছে, তা লগ–ইন করে পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন।
৫. ক্লাউডের ডেটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করুন
ক্লাউডের মাধ্যমে বিভিন্ন নোট বা ডেটা ব্যাকআপ করে ফেলুন। আমরা মুঠোফোনে অনেক ছবি ও ভিডিও সংরক্ষণ করি। এসব ছবি ও ভিডিও দ্রুত কপি করে অন্য ডিভাইসে রাখুন। এ ছাড়া মুঠোফোনে অনেক তথ্য লিখতে আমরা গুগল ক্লিপ বা এভারনোট ব্যবহার করি। মুঠোফোন হারালে ক্লাউডভিত্তিক এমন সেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ ডেটা বা নোট সংরক্ষণ করে ফেলুন। আপনার নোটের ব্যাকআপ নিশ্চিত করুন এবং সম্ভব হলে পুরোনো মুঠোফোন থেকে তা মুছে দিন।
/ইএইচ