গবেষণা শুরুর আগে প্রয়োজন কিছু পূর্বপ্রস্তুতি। এই পূর্বপ্রস্তুতিগুলো আপনার গবেষণা যাত্রা কিছুটা হলেও সহজ করবে। বিশেষ করে যারা এই ফিল্ডে একদম নতুন তাদের জন্য এই দক্ষতাগুলো অর্জন খুবই জরুরি।
গবেষণার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন, তার মধ্যে প্রথমেই আসে মাইক্রোসফট অফিস। Word-এ প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করা, Excel-এ ডেটা বিশ্লেষণ করা, আর PowerPoint-এ আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করা—এই কাজগুলোতে দক্ষ না হলে গবেষণার অনেক অংশই ঝামেলার হয়ে দাঁড়াবে।
এরপর আসে বেসিক স্ট্যাটিস্টিক্স। গবেষণার অনেকটাই নির্ভর করে ডেটার সঠিক বিশ্লেষণের উপর। Mean, Median, Standard Deviation, Correlation—এসব না জানলে ডেটা নিয়ে কাজ করতে সমস্যায় পড়বেন। তাই শুরুতেই বেসিক স্ট্যাটিস্টিক্স শেখা জরুরি।
একটা কমন স্কিল হলো ইংরেজি লেখালিখি। গবেষণার ফলাফল তো ইংরেজিতে প্রকাশ করতে হবে। সঠিক শব্দচয়ন, ব্যাকরণগত দক্ষতা, আর রিসার্চ পেপার লেখার ফরম্যাট বুঝতে পারা গবেষণার একদম বেসিক চাহিদা।
আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল হলো রিসার্চ পেপার পড়ার অভ্যাস। যত বেশি পেপার পড়বেন, তত বেশি বুঝতে পারবেন কীভাবে কাজটা করা উচিত। অন্যদের পেপার পড়তে পড়তে নিজের আইডিয়া স্পষ্ট হবে, গবেষণার পথটাও সহজ হবে।
আরেকটি স্কিল যোগ করতে চাই, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। গবেষণার কাজ সময়মতো শেষ করতে হলে নিজের সময়কে সঠিকভাবে ভাগ করতে জানতে হবে। কাজের তালিকা তৈরি করা, প্রতিদিন কিছু সময় গবেষণার জন্য বরাদ্দ রাখা—এগুলো গবেষণা চালিয়ে যাওয়ার জন্য খুবই দরকারি।
সবশেষে বলি, গবেষণার জন্য আপনার ধৈর্য আর মনোযোগ সবচেয়ে বড় শক্তি। শেখার আগ্রহ আর ভুল থেকে শিক্ষা নেয়ার মানসিকতাই আপনাকে এগিয়ে নেবে।
আপনারাও যদি গবেষণা শুরু করতে চান, তাহলে সময় থাকতে এই দক্ষতাগুলো নিয়ে কাজ শুরু করুন।
লেখা: আব্দুল্লাহ আল-জাবির
সহকারী পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
এসআই/