তৌফিক হাসান তপু: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন দেয়াল লিখন, ক্যালিগ্রাফি ও প্রতিবাদী গ্রাফিতি। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন নিয়ে আঁকা হয়েছে এসব গ্রাফিতি ও ক্যালিগ্রাফি।
শুধু আরবি ক্যালিগ্রাফিতে সীমাবদ্ধ না থেকে দেয়ালে দেয়ালে স্বচ্ছ সুন্দর, প্রগতিশীল সমাজ ও দেশ গড়ার বার্তা দিচ্ছেন শিল্পীরা।
সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, অপরিচ্ছন্ন ও পুরাতন দেয়াল পরিষ্কার করে দেয়ালগুলো চিত্রকর্মের উপযোগী করছেন শিক্ষার্থীরা। দেয়ালগুলি চিত্রকর্মের উপযোগী করে তোলার পর শিক্ষার্থীদের রংতুলির আচড়ে ফুটে উঠছে জুলাইয়ের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের চিত্র, প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন দেয়াল, ভিসির বাসভবনের দেয়ালে শোভা পাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা ও জুলাইয়ে বীরোচিত নানা চিত্রকর্ম।
এর মধ্যে রয়েছে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের প্রসারিত দু’হাত, শহীদ মীর মুগ্ধের শেষ কথা ‘পানি লাগবে! পানি’ লেখা সম্বলিত গ্রাফিতি, আরবি ক্যালিগ্রাফিসহ বিগত সরকারের মন্ত্রীদের ব্যাঙ্গাত্মক ছবি।
গ্রাফিতি ও ক্যালিগ্রাফি অঙ্কনে অংশ নেওয়া ইলহাম নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামিম আহসান বলেন, মানবতার সেবায় নৈতিক মূল্যবোধের সাথে সমাজের দায়বদ্ধতা তুলে ধরা, আত্মহত্যা সহ সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং একটি সুন্দর সমাজ গড়ার বার্তা দেওয়া আমাদের উদ্দেশ্য। গ্রাফিতি ও ক্যালিগ্রাফি সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
লেখক: তৌফিক হাসান তপু, শিক্ষার্থী, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়
/ইএইচ