spot_img

ববি কর্মকর্তাদের মারামারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়কসহ দুইজনের পদত্যাগ

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহবায়ক ড. মোশফিউল আলম ও সদস্য ড. মো সাখাওয়াত হোসেন পদত্যাগ করেছেন । মঙ্গলবার ( ১৩ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগপত্র জমা দেওয়া হয় । পদত্যাগপত্রে তারা ব্যাক্তিগত ও পারিবারিক কারন উল্লেখ করেছেন ।

- বিজ্ঞাপন -

তবে জানা যায়, তদন্ত প্রতিবেদন জমা দিতে কর্মকর্তাদের এক গ্রুপের চাপ প্রয়োগ ও তদন্ত প্রতিবেদন নিয়ে নোংরা রাজনীতি করায় এ শিক্ষকরা কমিটি থেকে পদত্যাগ করছেন। কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে তদন্ত কমিটির বিভিন্ন সদস্যকে চাপ প্রয়োগ করছেন বলে জানান কয়েকজন সদস্য ।

তদন্ত কমিটির আহবায়ক ড. মোশফিউল আলম বলেন, আমি ব্যাক্তিগতভাবে স্বাচ্ছোন্দবোধ করছিনা। এটা একটা কর্মকর্তাদের রাজনৈতিক ইস্যু তদন্তটাকেও রাজনীতির মধ্যে নিয়ে আসছে। শুধু আমি নয় আরো কয়েকজন সদস্য আমাকে বলেছেন তারাও স্বাচ্ছোন্দবোধ করছেনা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, আমাকে মৌখিকভাবে দুজন জানিয়েছেন। তবে আমি কোনো কাগজ হাতে পাইনি ।

উল্লেখ্য, চলতি বছরের ২রা জুলাই সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের চলমান আন্দোলনে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন কর্মকর্তা আহত হয়।পরে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় ।

 

/ইএইচ

 

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img