শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্মীসভার আয়োজন করেছে। কর্মীসভা উপলক্ষে গুরুত্বপূর্ণ এই ইউনিটের পদ প্রত্যাশীরা নিজেদের ব্যানার ফেস্টুন সাটিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। ব্যানার ফেস্টুনে অনেকের ছবি স্থান পেলেও গ্রুপ নেতার ছবির অনুপস্থিতি লক্ষ করা যায়।
ব্যানার-ফেস্টুনগুলো লক্ষ্য করলে দেখা যায়, পদ প্রত্যাশী নেতারা বাধ্যতামূলকভাবে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদের ছবি স্থান দিয়েছে। এছাড়া যারা যাদের অনুসারী তাদের ছবির স্থান দিয়েছে ব্যানার-ফেস্টুনে। কেউ কেন্দ্রীয় নির্বাহি সংসদের সভাপতি হোসাইন সাদ্দামের কেউ আবার সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের। পাশাশি স্থানীয় মহানগর ও জেলার বিভিন্ন নেতাদের ছবির উপস্থিতি লক্ষ করা যায়।
দীর্ঘ একদশকের ও বেশী সময় শাবিপ্রবি শাখায় কমিটি না থাকায় ছাত্রলীগ ৬টি গ্রুপ সহ বিভক্ত হয়েছে নানা উপ-গ্রুপে। প্রত্যেকটিতে আছে গ্রুপ নেতা। যাদেরকে সকলেই সমীহ করে চলেন।
তবে ব্যানারে সেই নেতাদের ছবির উপস্থিতির ক্ষেত্রেই ছিল ভিন্নতা। যেখানে দেখা যায় অধিকাংশ পদপ্রত্যাশী কর্মীই নিজেদের ব্যানার-ফেস্টুনে স্থান দেয়নি গ্রুপ নেতাদের ছবি। দুই একজনের ব্যানারে ভিন্নতা থাকলেও আড়ালে ছিল ভিন্ন কাহিনি। হলের সিট বাতিলসহ নানা করণে তাদেরকে বাধ্য হয়েই ব্যবহার করতে হয়েছে গ্রুপ নেতার ছবি।
নিজের ব্যানারে গ্রুপ নেতার ছবি ব্যবহার করতে হবে এই কারণে অনেকেই ব্যানার-ফেস্টুনই তৈরি করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পদ প্রত্যশী বলেন, গ্রুপ নেতার প্রতি অনাস্থা জন্মে গেছে মনে ভিতরে। দীর্ঘ দিন ধরে ক্যাম্পাসে অবস্থান করে কুক্ষিগত করে রেখেছে শাখা ছাত্রলীগকে। নতুন কোন নেতৃত্ব বের হতে দিচ্ছে না। যদি দুই একটা নেতৃত্ব বেরও হয় তাহলে নিজেদের অস্থিত্ব ঠিকিয়ে রাখতে সুপরিকল্পিতভাবে মাইনাস করে দিচ্ছে তাদের। বলতে গেলে তার প্রতি অনাস্থা ও অশ্রদ্ধার জায়গা থেকেই ছবি ব্যবহার করার প্রয়োজন মনে করিনি।
তিনি আরো বলেন, আমি জানি মূল পদে পদায়িত হতে পারব না। বর্ধিত কমিটিতে পদ পেতে ওই গ্রুপ নেতার দারস্ত হতে হবে। তবুও তাদের প্রতি আর শ্রদ্ধাটুকু নেই।
এসআই/
মন্তব্য করুন