spot_img

বুটেক্স সংস্কারের দাবিতে শিক্ষক–শিক্ষার্থীর তৃতীয় দফায় বৈঠক

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত দাবি আদায়ে ১৪ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী তৃতীয় দফায় আলোচনা করেন।

আলোচনায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানসহ রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট ও অন্যান্য শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৈঠক করেন তারা।

- বিজ্ঞাপন -

শুরুতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। প্রশাসনিক, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত এই তিনটি প্রধান ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করেন। তন্মধ্যে অ্যাকাডেমিক সংস্কারের দাবিতে অটোমেশন, ক্লাস সংস্কার ও পরীক্ষাপদ্ধতি সংস্কার নিয়ে বিশেষভাবে শিক্ষার্থীরা দাবি তুলে।

এছাড়াও সামগ্রিক দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল ক্যাডার, আন্তর্জাতিক কনফারেন্স, জব ফেয়ার, কনভোকেশন ও শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী এবং ন্যায়সংগত দাবি না মানা সাপেক্ষে প্রশাসনের পদত্যাগ চায় বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষার্থীদের ভরসা দেন। তিনি বলেন, তাদের এই দাবির ৭০ শতাংশ বাস্তবায়নযোগ্য। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের কমিটি গঠন করে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এই কমিটি প্রশাসনের সাথে কাজ করবে এবং এতে কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img