বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো.শাহিনুর রহমান পদত্যাগ করেছেন। একই সাথে পদত্যাগ করেছেন শহীদ মুখতার ইলাহী হলের আটজন সহকারী প্রভোস্ট।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে হল প্রভোস্ট পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী এই বিষয়ে বলেন, ” শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. শাহিনুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১৪ আগস্ট) রাতে পদত্যাগ করেছেন। পাশাপাশি একই হলের সহকারী প্রভোস্ট পদে থাকা আটজন শিক্ষকও পদত্যাগ করেন। ”
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। এছাড়াও রবিবার (১১ আগস্ট) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট সকলে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।
এসএস/