spot_img

শাবিতে বঙ্গবন্ধুর স্মরণে শোক পালন; উপস্থিত ৮ শিক্ষক

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শোক পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’। সেখানে উপস্থিত ছিলেন ৮জন শিক্ষক।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ প্যনেলের আহবায়ক অধ্যাপক আখতারুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল নিহত সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা।সভায় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শিক্ষকরা।

এসময় শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধু কোন দল বা নির্দিষ্ট কোন গোষ্টির নয়, তিনি ছিলেন তৎকালীন মুক্তিকামী সাড়ে ৭কোটি কোটি মানুষের অবিসংবাদিত নেতা। বাঙালী জাতির জাতীয় চেতনার মূর্ত-প্রতীক। খুনিরা বঙ্গবন্ধুকে আজকের এই দিনে তাঁর পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে।

এসময় এ প্যানেলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, সিনিয়র শিক্ষক অধ্যাপক ড মো রাশেদ তালুকদার, অধ্যাপক ড হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক জহির উদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img