বেরোবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র-সমাজের গঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটি অবাঞ্ছিত ঘোষনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট ) রাত ৮ টায় সমন্বয়ক কমিটি কে অবাঞ্ছিত ঘোষনা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলস্বরূপ গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে প্রভাব খাটানোর প্রবণতা লক্ষ্য করা যায় বলে উল্লেখ আছে সেই বিজ্ঞপ্তিতে। কেউ যেনো সমন্বয়ক পরিচয়ে কোনো স্বার্থ হাসিল না করতে পারে সেটা নিশ্চিত করতেই সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে লড়াই করবে বলেও জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এসএস/