শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ উপলক্ষে মিষ্টি বিতরণ ও কনসার্টের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সম্যক-১৬ ব্যাচের উদ্যোগে নতুন ফুডকোর্টের পাশে ‘স্মরণে ফরিদ’ কর্মসূচি নামে এ কনসার্টটি অনুষ্ঠিত হয়।
এর আগে গত শনিবার সাবেক ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের খবরের বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের আনন্দ মিছিল করে একদল শিক্ষার্থী। এসময় উপাচার্যকে উল্লেখ করে নানা রকম স্লোগান দিতে শোনা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কনসার্টটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য মঞ্চ উন্মুক্ত ছিল। এতে উপস্থিত থাকা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গান, কবিতা আবৃত্তি করতে দেখা যায়। এসময় সকলের মাঝে মিস্টি বিতরণ করেন আয়োজকরা।
কনসার্টের বিষয়ে আয়োজক ব্যাচের শিক্ষার্থী মাহির চৌধুরী বলেন, গত ৭ বছর ধরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের আমলে বিশ্ববিদ্যালয়ে এক দুঃশাসন অতিবাহিত হয়েছে। ২০২২ সালে ভিসি বিরোধী আন্দোলন তার নির্দেশে পুলিশ বাহিনী দ্বারা ছাত্রদের উপর হামলা করা হয়। একইসঙ্গে আন্দোলনের সঙ্গে জড়িত থাকা অনেক শিক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তাই এ উপাচার্যে পদত্যাগ করায় আনন্দ উল্লাস করতে এ কনসার্টের আয়োজন।
/ইএইচ