spot_img

পুনরায় ধূপখোলা মাঠ ফিরে পেলো জবি শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধূপখোলা মাঠ আবারো ফিরে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বেলা ৩টার পরে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধূপখোলা মাঠে যায় শিক্ষার্থীরা।এসময় আনুষ্ঠানিকভাবে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

- বিজ্ঞাপন -

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ আরো কিছু শিক্ষক। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নামে ব্যানার লাগিয়ে দেন।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এটা আমাদের অন্যতম একটা দাবি ছিলো।আমরা ছোট ক্যাম্পাস হওয়াতে এটা খেলাধুলার পর্যাপ্ত কোনো জায়গা পেতাম না।আজ থেকে ধূপখোলা মাঠ আমাদের।তারা আরো বলেন, আমরা আস্তে আস্তে আমাদের অন্যান্য দাবিগুলো আদায়ে সোচ্চার হবো।

এর আগে গতকাল জবি সংস্কার আন্দোলন নামে প্ল্যাটফর্ম চালু করে।এবার থেকে সকল দাবি আদায়ে সেই প্ল্যাটফর্মের মাধ্যামে সমন্বয় করে তারা এগিয়ে যাবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, প্রায় চার- পাঁচ বছর বেদখল হয়ে থাকা এই ধূপখোলা মাঠ আজকে পুনরায় শিক্ষার্থীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img