spot_img

উপ-উপাচার্য ও কোষাধাক্ষের রুমে তালা ঝুলিয়ে দিলেন জাবির শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতার পরেও উপ-উপাচার্য (প্রশাসন) মো. মঞ্জুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ রাশেদা আখতার স্বেচ্ছায় পদত্যাগ না করায় তাদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। পদবীর নেমপ্লেট তুলে দরজায় তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন প্রশাসনিক ভবনের উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষের অফিস কক্ষে তালা দেন তারা।

- বিজ্ঞাপন -

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষকে আজকের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন এবং তাদের অফিসের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম আব্দুর রশীদ জিতু বলেন, যখন আমরা একটি ন্যায্য দাবির জন্য আন্দোলন করছিলাম তখন ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসসহ পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের উপর নির্মমভাবে হামলা করা হয়। এই হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বেশ কয়েকজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তারা সরাসরি জড়িত ছিলেন। তাদের প্রত্যেককেই আমরা সময় বেঁধে দিয়েছিলাম যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পদত্যাগ করে। উপাচার্য সহ কয়েকজন পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধাক্ষের এখনো পদত্যাগ করেননি। তাই আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের অফিসের তালা ঝুলিয়ে দিয়েছি এবং তাদের নেমপ্লেট খুলে ফেলেছি। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে চায় না।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img