spot_img

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ভিসির পদত্যাগসহ সাত দফা দাবিতে উত্তাল সিকৃবি

এসম্পর্কিত আরো পড়ুন

সিকৃবি প্রতিনিধি:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগসহ সাত দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।

- বিজ্ঞাপন -

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, যারা বাংলাদেশকে চিনতো না তারা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশকে চিনেন। অথচ স্বৈরাচারী সরকার যে কিনা এক রুপপুর থেকেই ষাট হাজার কোটি টাকা দূর্নীতি করেছে সে ড. ইউনুসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলো। সে মামলা স্থগিত হলে স্বৈরাচারের প্রেতাত্মা জামাল উদ্দিন ড. ইউনুসের বিচার স্থগিতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে শুধু জাতীয় নয় বরং আন্তর্জাতিকভাবে তার বিচার হবে।

বক্তারা আরো বলেন, উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দুই থেকে তিনদিনের মধ্যে আমরা ক্লাস পরিক্ষা চালু করতে সমর্থ হবো। তাই আমরা অবিলম্বে তাকে অনুরোধ করছি যে আপনি পদত্যাগ করুন এবং সিকৃবিকে সচল করার ব্যাবস্থা করুন।

এর আগে, গত কয়েকদিন ধরেই সাত দফা দাবিতে আন্দোলন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ডিন কাউন্সিলের জরুরি সভার ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হলেও ভিসি পদত্যাগ না করায় ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ার দাবি পূরণ ও শ্রেণী কার্যক্রম আটকে আছে। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেন জানান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, অনতিবিলম্বে ক্যাম্পাসের সকল কার্যক্রম চালু ও আবাসিক হল খুলে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু, বৈধ ছাত্রদের হলে সিট প্রদান ও অছাত্রদের হলত্যাগের নির্দেশ এবং যাদের দ্বারা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছেন তাদের বিচার।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img