spot_img

শূন্য পদে নিয়োগ প্রদান করে ক্লাস-পরীক্ষার আহবান জানান রাবির শিক্ষক ফোরাম

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিসহ শূন্য পদগুলোতে নিয়োগ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করার আহবান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুুপুর ২টায় ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

বিবৃতিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে ছাত্র-ছাত্রীরা একাডেমিক দিক থেকে ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু হওয়া দরকার বলে মনে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এতে আরও বলা হয়, দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়ের সাথে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়েও উপাচার্য সহ প্রশাসনিক পদগুলি শূন্য হয়ে পড়ায় একাডেমি কার্যক্রম চালু হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছেন। তবে কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম আরম্ভের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img