spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) আনুমানিক ১০ টা ৪০ মিনিটে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাস চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছি।’

- বিজ্ঞাপন -

নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত্যু জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা। তার বয়স আনুমানিক ৬০ বছর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আমাদের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিলো এবং বিপরীত পাশ থেকে অটোটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে যাচ্ছিলো। ড্রাইভার বলেছে, অটোর গতি বেশি ছিলো। তবে, নিহত নারী বাসের সামনে পড়েননি। তিনি হয়তো বাসের পেছন দিকে ধাক্কা খেয়েছেন। আমরা আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘কোটবাড়ী বিশ্বরোড সংলগ্ন নন্দনপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় এক মহিলা নিহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া (কুমিল্লা-স-১১০০২৫) বাসের ড্রাইভার মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img