spot_img

বাঁধ খুলে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টির প্রতিবাদে শাবিতে বিক্ষোভ মিছিল

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: ভারতের সাথে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে সমাবেশে গিয়ে মিলিত হয় শিক্ষার্থীরা।

- বিজ্ঞাপন -

বিক্ষোভ মিছিলে ‘আজকের এই দিনে, আবরার তোমায় মনে পরে’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পড়ে’, ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘এক এক এক অ্যাকশন, শাবিপ্রবির অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুসিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এসময় আকস্মিক পানি ছেড়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখা সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন আর নতজানু মনোভাবের কারণে আমাদেরকে ভারতের কাছে গোলাম করে রেখেছে। ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। তিনি আরো বলেন, হাসিনা সরকারের পররাষ্ট্র নীতির কারণে ভারত ফেলানি হত্যার দায় এড়াতে পেড়েছে। আগামী দিনগুলোতে ভারত এরকম দুঃসাহস দেখাতে পারবেনা বলেও তিনি জানান।

শাবিপ্রবির আরেক সমন্বয়ক ফয়সাল বলেন, আজ আমার নোয়াখালী ভালো নেই। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুঃসময় পার করছে। তিনি আরো বলেন, ভারত যদি এদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে তাহলে এদেশের মানুষ সেটা কখনোই মেনে নেবে না। আমাদের রক্ত এখন কারো দালালি করতে বলেনা, আমাদের রক্ত এখন যুদ্ধ চায়।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ভারতীয়রা আমাদের বাংলাদেশকে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে। আমাদের ভাইবোনদের সীমান্তে হত্যা করেছে। তাদের এজেন্ট দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার ভাই বোনদের উপর গুলি চালিয়েছে। এখনো এদের তাবেদারা বাংলাদেশে রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন ভারতীয় আধিপত্য যদি ভারত বন্ধ না করে তাহলে আমরাও ভারতকে ঘুরিয়ে দিব।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img