spot_img

বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে বিইউডিএস

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি:

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) ‘Words of Hope: BUDS Fundraising BP Debate Tournament for Flood Recovery’ শিরোনামে আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। যে আয়োজনের দলপ্রতি রেজিষ্ট্রেশন ফি এর মূখ্য অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে।

- বিজ্ঞাপন -

শনিবার (২৪ আগস্ট) বিইউডিএস এর সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ও ৩১ শে আগস্ট, ২০২৪ ইং রোজ শুক্র ও শনিবার বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘Words of Hope: BUDS Fundraising BP Debate Tournament for Flood Recovery’ শিরোনামে আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদভুক্ত (বিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন) সর্বমোট ২৫ টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রতি বিভাগ দলপ্রতি ২ সদস্যবিশিষ্ট ২ বা ততোধিক দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে।

উক্ত বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে, দলপ্রতি রেজিষ্ট্রেশন ফি এর মূখ্য অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দল এবং চূড়ান্ত পর্বের ও প্রতিযোগিতার সেরা বিতার্কিকের জন্য আকর্ষনীয় পুরস্কার। আন্তঃবিভাগ (ইংরেজি বিপি) বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্ব যথাক্রমে আগামী ৩০ ও ৩১শে আগস্ট, ২০২৪ ইং, বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত হবে। উক্ত ইভেন্টের বিভিন্ন পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিতার্কিকগণ ও বিভাগসমূহকে পরবর্তীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিমন্ডলী কর্তৃক পুরস্কৃত করা হবে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img